Wednesday, April 8, 2015

star tour #7

ক্লাসের ফাঁকে games !!!!! 




physics ক্লাসের ফাঁকে চুপিচুপি games খেলছে আমাদের মহামানবি, অতিমানবী বান্ধবী Suzi  and  Tania  :D  

star tour #6

LONG  'GAP' !!!!!  :p 


বেশ কিছুদিন খুব ব্যাস্ত ( মানে কোনো কাজ ছিলোনা মোটেও :p ) থাকার কারণে update  দেয়া হয়নি। অনেক কিছুই ঘটে গেছে এর মাঝে। আমাদের main course শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। সপ্তাহে পাঁচদিন class করতে হচ্ছে। তার সাথে আরও কত কাজ-তো আছেই।
এর মাঝে mozilla এর event-participate করেছি। তা সম্পর্কে-ও এখানে লেখা  হয়নি। এতো ব্যাস্ততার মধ্যে অনেক কিছুই বলা হয়নি। একটা  long 'gap' পরে গেছে।

N.B: এর মাঝে 'gap' লিখা একটা T-shirt-ও কিনেছি :p  

Friday, February 27, 2015

star tour #5

বেলুন গেলো ঊরে !!!!!

আজ বই মেলায় গেলাম। আমি আর সোহান। পরে এলো Suzi.
Teletalk  বর্ণমালা সিমকার্ড কিনতে গেলাম বাংলা একাডেমিতে। ওরে বাবা !!!!! জনতার ভিড় দেখে বুঝাই যাচ্ছে এবার মোবাইল কোম্পানি-ই প্রকাশকদের থেকে বেশী লাভ করেছে। 

তবুও এই Love এর খরার মধ্যে আমাদের একটু লাভ হইছে যে, অল্প লাভে Lovely একটা সিম পেলাম যেটাতে ইন্টারনেট ব্যবহার করলে আমরা লাভবান হবো :p

Thursday, February 26, 2015

star tour #4


রিংকি-পিংকি সমাচার :p 

দরজার ওপাশে কে ছিল ?????  


আমার সাথে পড়ে রিংকি। আমরা দুইজন-ই B সেকশন-এ । আজকে Math ক্লাস হচ্ছিল তখন। আমরা তাকিয়ে আছি ইমরান হোসাইন স্যার এর দিকে। তিনি কোন এক তত্ত্ব বিশ্লেষণে ব্যাস্ত তখন। আমরা-ও মনোযোগ দিয়ে শুনছিলাম, কারন লেকচার-টা শুনা জরুরী ছিল। হঠাৎ দেখি দরজার সচ্ছ glass দিয়ে রিংকি তাকালো বাইরে থেকে !!!!! এবং জিহ্বা দিয়ে ভেংচি কাটলো !!!!!
আশ্চর্য !!!!! 

Wednesday, February 25, 2015

star tour #3

what an air conditionar !!!!! 

আজকে ছিল আমাদের first programming lab class. প্রফুল্ল স্যার আমাদেরকে ল্যাব-এ যেতে বললেন। আমরা গেলাম। অনেক দেখেশুনে একটা কম্পিউটার এর সামনে বসে দেখি ওটা মান্ধাতার আমলের কম্পিউটার !!!!!

তারপর কম্পিউটার চালু করলাম। ঠিক তখনি লক্ষ্য করলাম আমার keyboard-টা আরও পুরানো !!!!!  কি আর করবো.......programming practice শুরু করলাম। গরম লাগছিলো। দেখলাম কেউ ফ্যান ছাড়েনি। গিয়ে ফ্যান ছারলাম। কিন্তু গরম কমতেছিল না। Air conditionar এর সুইচ খুজতে লাগলাম। AC এর পাশেই বসেছিল রিংকি, কান্তা আর অন্য একজন মেয়ে [নাম মনে পরছে না :p ] । আমি যেইনা AC এর সুইচ অন করলাম, অমনি অদ্ভুত আওয়াজ হল আর AC-র ভিতর থেকে একগাদা ময়লা এসে পড়লো ঐ নাম না জানা মেয়ের উপর !!!!!  হা হা হা !!!!! :D

ওরা তো আমাকে পারলে ওখানেই ধরে চিবিয়ে খেয়ে ফেলে !!!!!

আমি বললাম, “দেখো, This is not serious. যেই ময়লাগুলো পড়েছে তা খুব একটা খারাপ হবার কথা না। May be ইঁদুর মরে-পচে ছিল ভিতরে :p
এটা বলার পরে ওদের চেহারা দেখার মতো হয়েছিল :D
আমি আরও বললাম, “ইঁদুর না হলে তেলাপকা ১০০% sure :D


ক্লাস এর শেষে আমি আর Suzi  ছবি তুললাম। The photo credit goes to our friend বুঝ বালক [অপু]। আসলে অপু-র facebook id-তে নাম দেয়া “বুঝ বালক”। কিন্তু আমরা ওকে বাস্তবেও fb-র নামে ডাকি :D 
me and Suzi. First day at computer lab.
:)

Tuesday, February 24, 2015

star tour #2

 সোহান আমাদের বাসায় এসেছিল দুপুরে। বিকালে যখন আমি আর সোহান বের হবো, হঠাৎ মোবাইল বেজে উঠলো। ওপর প্রান্তে ইমন বলল, “কই তুই ?”
আমি- বাসা থেকে বের হবো এখন।
ইমন- আড্ডায় চলে আয়। [আড্ডা আমাদের বাসার পাসের রেস্টুরেন্ট এর নাম]
আমি- OK

আড্ডায় যেয়ে দেখি কামরুল বসা শিবলি, ইমন আর সিফাত এর সাথে। আমিতো অবাক !!!!! কামরুল গ্রামে গিয়েছিল, কবে এসেছে জানিনা। জিজ্ঞেস করলাম। বলল একটু আগেই এসেছে। এতদিন পর এসেছে তাই সবাইকে TREAT দিবে। আমাদের পছন্দের লুচি আর চিকেন order করা হল। একটু পর খাবার এলো। তার একটু পর সোহান এর Friend আয়ুশি কল দিলো। সোহান অল্প খেয়েই চলে গেলো। ওর চিকেন-টা আমি-ই সাবার করলাম :D

খাবার মাঝে মাঝে যথারীতি চলতে থাকলো প্রেম, ভালবাসা, নারী ইত্যাদি বিষয়ক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ :D আর নতুন 
special type  মুভি সম্পর্কে বিশাল আলোচনা। এবং হাসাহাসি-তো রীতিমতো চলছিলোই।
আমরা কোথাও থাকলে আশেপাশের মানুষজন বুঝতে পারে যে, এখানে কেউ আছে !!!!!!!!! :D
বন্ধুরা প্রত্যেকে একেকটা star

Stars  are  always  beautiful.



My  dear  stars, “I  wish  u  all  stay  my  sky  always

star tour #1


Sumaiya Madam Rocks !!!!!!!!!!!

আজকে ক্লাসে সুমাইয়া ম্যাডাম পড়াচ্ছিলেন Input/Output Device.
সেখানে keyboard এর keys পড়াতে যেয়ে ম্যাডাম বললেন, কিস (keys) [we thought kiss :p ] ৫ প্রকার।
চতুর্থ প্রকার হল, special purpose keys. [we made it “special purpose kiss” :D  LOL !!!!! ]
এ নিয়ে পিছনে আমি, Suzi এবং আরও কয়েকজন হাসাহাসি করি আর ম্যাডাম আমাদের বকা দেন আর হাসেন। তিনি যদি জানতেন আমরা কি জিনিস-কে কি বানাইছি, তাহলে তার হাসিমুখের কি অবস্থা হতো জানিনা  :p
আমরা-তো special purpose keys [kiss] এর নিজস্ব সংজ্ঞা-ও বানাইছিঃ

বিশেষ কারণে [special purpose] যে  keys [kiss] করা হয় তাকে speicial purpose keys [kiss] বলে
হা হা হা !!!!!!!!  :D  

control keys এর সংজ্ঞা বানাইছি………না, বলবো না…….. guess that :p