varsity stars


         VS #4 

08-04-2015

ক্লাসের ফাঁকে games !!!!! 




physics ক্লাসের ফাঁকে চুপিচুপি games খেলছে আমাদের মহামানবি, অতিমানবী বান্ধবী Suzi  and  Tania  :D  

তাদের পড়ালেখার প্রতি আগ্রহের ফলাফল দ্বারাই বুঝা যাচ্ছে তারা অনেক দূর যাবে (games-এ :p ) 


কি মনযোগী !!!!!!!!!!  :p 





         VS #3 
26-02-2015 


রিংকি-পিংকি সমাচার :p 

দরজার ওপাশে কে ছিল ?????  



Rinky & Pinky    :) 
আমার সাথে পড়ে রিংকি। আমরা দুইজন-ই B সেকশন-এ । আজকে Math ক্লাস হচ্ছিল তখন। আমরা তাকিয়ে আছি ইমরান হোসাইন স্যার এর দিকে। তিনি কোন এক তত্ত্ব বিশ্লেষণে ব্যাস্ত তখন। আমরা-ও মনোযোগ দিয়ে শুনছিলাম, কারন লেকচার-টা শুনা জরুরী ছিল। হঠাৎ দেখি দরজার সচ্ছ glass দিয়ে রিংকি তাকালো বাইরে থেকে !!!!! এবং জিহ্বা দিয়ে ভেংচি কাটলো !!!!!
আশ্চর্য !!!!!

রিংকি-তো আমার ডান পাশেই বসা ছিল। তাকালাম ডানে।
ওমা !!!!!
ওখানেও রিংকি বসা !!!!!

হঠাৎ মনে পড়লো রিংকির জমজ বোনের কথা। তখন বুঝলাম দরজার ওপাশে রিংকির জমজ বোন পিংকি ছিল :D





         VS #2 

what an air conditionar !!!!! 

আজকে ছিল আমাদের first programming lab class. প্রফুল্ল স্যার আমাদেরকে ল্যাব-এ যেতে বললেন। আমরা গেলাম। অনেক দেখেশুনে একটা কম্পিউটার এর সামনে বসে দেখি ওটা মান্ধাতার আমলের কম্পিউটার !!!!!

তারপর কম্পিউটার চালু করলাম। ঠিক তখনি লক্ষ্য করলাম আমার keyboard-টা আরও পুরানো !!!!!  কি আর করবো.......programming practice শুরু করলাম। গরম লাগছিলো। দেখলাম কেউ ফ্যান ছাড়েনি। গিয়ে ফ্যান ছারলাম। কিন্তু গরম কমতেছিল না। Air conditionar এর সুইচ খুজতে লাগলাম। AC এর পাশেই বসেছিল রিংকি, কান্তা আর অন্য একজন মেয়ে [নাম মনে পরছে না :p ] । আমি যেইনা AC এর সুইচ অন করলাম, অমনি অদ্ভুত আওয়াজ হল আর AC-র ভিতর থেকে একগাদা ময়লা এসে পড়লো ঐ নাম না জানা মেয়ের উপর !!!!!  হা হা হা !!!!! :D



me and Suzi. First day at computer lab.
ওরা তো আমাকে পারলে ওখানেই ধরে চিবিয়ে খেয়ে ফেলে !!!!!


আমি  বললাম, “দেখো, This is not serious. যেই  ময়লাগুলো  পড়েছে  তা  খুব  একটা  খারাপ  হবার  কথা  না।  May be  ইঁদুর  মরে-পচে  ছিল  ভিতরে  :p ” 

এটা বলার পরে ওদের চেহারা দেখার মতো হয়েছিল :D
আমি আরও বললাম, “ইঁদুর না হলে তেলাপকা ১০০% sure :D ”



ক্লাস এর শেষে আমি আর Suzi  ছবি তুললাম। The photo credit goes to our friend বুঝ বালক [অপু]। আসলে অপু-র facebook id-তে নাম দেয়া “বুঝ বালক”। কিন্তু আমরা ওকে বাস্তবেও fb-র নামে ডাকি :D 






         VS #1


Sumaiya Madam Rocks !!!!!!!!!!!

আজকে ক্লাসে সুমাইয়া ম্যাডাম পড়াচ্ছিলেন Input/Output Device.
সেখানে keyboard এর keys পড়াতে যেয়ে ম্যাডাম বললেন, কিস (keys) [we thought kiss :p ] ৫ প্রকার।
চতুর্থ প্রকার হল, special purpose keys. [we made it “special purpose kiss” :D  LOL !!!!! ]
এ নিয়ে পিছনে আমি, Suzi এবং আরও কয়েকজন হাসাহাসি করি আর ম্যাডাম আমাদের বকা দেন আর হাসেন। তিনি যদি জানতেন আমরা কি জিনিস-কে কি বানাইছি, তাহলে তার হাসিমুখের কি অবস্থা হতো জানিনা  :p
আমরা-তো special purpose keys [kiss] এর নিজস্ব সংজ্ঞা-ও বানাইছিঃ

বিশেষ কারণে [special purpose] যে  keys [kiss] করা হয় তাকে speicial purpose keys [kiss] বলে
হা হা হা !!!!!!!!  :D  


control keys এর সংজ্ঞা বানাইছি………না, বলবো না…….. guess that :p  





No comments:

Post a Comment