stars

        Stars #2 
27-02-2015 


বেলুন গেলো ঊরে !!!!!

আজ বই মেলায় গেলাম। আমি আর সোহান। পরে এলো Suzi.
Teletalk  বর্ণমালা সিমকার্ড কিনতে গেলাম বাংলা একাডেমিতে। ওরে বাবা !!!!! জনতার ভিড় দেখে বুঝাই যাচ্ছে এবার মোবাইল কোম্পানি-ই প্রকাশকদের থেকে বেশী লাভ করেছে। 

তবুও এই Love এর খরার মধ্যে আমাদের একটু লাভ হইছে যে, অল্প লাভে Lovely একটা সিম পেলাম যেটাতে ইন্টারনেট ব্যবহার করলে আমরা লাভবান হবো :p

Free পাইলে বাঙ্গালী আলকাতরাও খাঁয়”- এই প্রবাদের সত্যতা-ও দেখলাম স্বচক্ষে :D


এরপর Suzi-কে একটা গ্যাস বেলুন কিনে দিলাম ওর ছোট বোন রেইন এর জন্য। আমার ছোট্ট উপহার। একটু পরে বাসায় যেয়ে Suzi কল দিলো। বললো, “বাসায় যেয়ে ও রেইন-কে বেলুন দিলো। খেলতে খেলতে বেলুন রেইন এর হাত থেকে গেলো ছুটে !!!!! (so sad) বেলুন গেলো ঊরে। আহারে, আমার কোন উপহার-ই রেইন রাখতে পারেনা। একদিন একটা বাসী দিয়েছিলাম। ওইদিন-ই রেইন এর হাত থেকে পরে ভেঙে গেছে। So sad” 
রেইন এর জন্য খারাপ লাগছে। বেচারি এখন বলে, "আমাকে কালকে তুত্ত একটা বিলুন কিনে দিও" :(

  
                                                                                            



        Stars #1 


সোহান আমাদের বাসায় এসেছিল দুপুরে। বিকালে যখন আমি আর সোহান বের হবো, হঠাৎ মোবাইল বেজে উঠলো। ওপর প্রান্তে ইমন বলল, “কই তুই ?”
আমি- বাসা থেকে বের হবো এখন।
ইমন- আড্ডায় চলে আয়। [আড্ডা আমাদের বাসার পাসের রেস্টুরেন্ট এর নাম]
আমি- OK
আড্ডায় যেয়ে দেখি
কামরুল বসা শিবলি, ইমন আর সিফাত এর সাথে। আমিতো অবাক !!!!! কামরুল গ্রামে গিয়েছিল, কবে এসেছে জানিনা। জিজ্ঞেস করলাম। বলল একটু আগেই এসেছে। এতদিন পর এসেছে তাই সবাইকে TREAT দিবে। আমাদের পছন্দের লুচি আর চিকেন order করা হল। একটু পর খাবার এলো। তার একটু পর সোহান এর Friend আয়ুশি কল দিলো। সোহান অল্প খেয়েই চলে গেলো। ওর চিকেন-টা আমি-ই সাবার করলাম :D
খাবার মাঝে মাঝে যথারীতি চলতে থাকলো প্রেম, ভালবাসা, নারী ইত্যাদি বিষয়ক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ :D আর নতুন
special type  মুভি সম্পর্কে বিশাল আলোচনা। এবং হাসাহাসি-তো রীতিমতো চলছিলোই।
আমরা কোথাও থাকলে আশেপাশের মানুষজন বুঝতে পারে যে, এখানে কেউ আছে !!!!!!!!! :D
বন্ধুরা প্রত্যেকে একেকটা star.
Stars  are  always  beautiful.

My  dear  stars, “I  wish  u  all  stay  in  my  sky  always” 


No comments:

Post a Comment